
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বিজেপির সাংসদ হলেন অনন্ত মহারাজ
ইভিএম নিউজ ব্যুরো, ১৬ জুলাইঃ(Latest News) গত কয়েকদিন ধরেই চলছিল রাজনৈতিক চর্চা। শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বিজেপির সাংসদ প্রতিযোগী হলেন কোচবিহারের অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়। গ্রেটার নেতাকে রাজ্যসভার প্রার্থী করায় বিজেপির অন্ধরেও নানা প্রশ্ন উঠতে শুরু করে। ছাড় দেয়নি বিরোধীরাও। এই বিতর্কের মধ্যেই রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো বিজেপির অনন্ত মহারাজ ছাড়াও তৃণমূলের ছ’জন। আগামী ২৪ শে জুলাই




















