
৪০০ বছরের পুরনো রাজবাড়ি আজ নাকি ভূতের আড্ডাখানা!
ইভিএম নিউজ ব্যুরো, ২৭ মার্চঃ এক রাজবাড়ী। ৪০০ বছরের পুরনো। এখন পরিত্যক্ত, জীর্ণ, ভগ্নদশা। কিন্তু এককালে এই জীর্ণ বাড়িই ছিল চমৎকার স্থাপত্যের নিদর্শন, আর ছিল জমজমাট। সন্ধ্যে হলেই জ্বলতো ঝাড়বাতি, রাতে বসতো মেহফিল। রাজ পরিবার থাকতেন যে সেখানেই। সেই সুবিশাল রাজবাড়ী আজ ভুতের আস্তানা বলেই পরিচিত গ্রামবাসীদের কাছে। এই রাজবাড়ীর ইতিহাস চমকপ্রদ। মূল রাজবাড়ীর সঙ্গে আরও তিনটি মহল যুক্ত ছিল