
তীব্র দাবদাহ রাজস্থানে, তাপমাত্রা পৌঁছেছে ৫০ ডিগ্রিতে
ব্যুরো নিউজ, ২৬ মে : একদিকে রেমালের আতঙ্কে যখন প্রহর গুনছে রাজ্যবাসী, তখন রাজস্থানের চিত্রটা কিন্তু একেবারেই উল্টো। সেখানে পারদ একেবারে উর্ধ্বমুখী। মরু রাজ্যে তাপমাত্রা একটু বেশি থাকে সেটা স্বাভাবিক কিন্তু সেই তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৫০ ডিগ্রীতে। প্রবল দাবদাহে মৃত্যু হয়েছে ১৮ জনের। বড় সিদ্ধান্ত রাম মন্দির কর্তৃপক্ষের! এবার থেকে মন্দিরে নিষিদ্ধ এই জিনিস… হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে ১৮ জনের উল্লেখ্য