
বাহানগারের রেল দুর্ঘটনা ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম বড় দুর্ঘটনা!
ইভিএম নিউজ ব্যুরো, ৩ জুনঃ (Latest News) বাহানগারের রেল দুর্ঘটনা ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম বড় দুর্ঘটনা! ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। রেললাইন হয়ে গিয়েছে বেলাইন। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। আর্তনাদ। চিৎকার। কান্না। সঙ্গে অ্যাম্বুল্যান্সের সাইরেনের আওয়াজ। খড়্গপুর থেকে বেলদা, বালেশ্বর হয়ে সোজা জাতীয় সড়ক গিয়েছে ভুবনেশ্বরে। সেই সড়কের উপরেই বাহানগা। এই বাহানগাতেই শুক্রবার ঠিক সন্ধ্যা ৭টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার