
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্যাগের অডিট, ২ থেকে ৩ কোটির টেন্ডারে গরমিল!
ব্যুরো নিউজ, ১১ জুন : শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর তা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য- রাজনীতি। এসএসসি, টেট, এমনকি পুরনিয়োগেও একাধিক কারচুপির অভিযোগ। যা নিয়ে মামলা- মোকদ্দমা তো কম হল না। আর এবার তার মাঝেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সিএজি বা ক্যাগ অডিট হতেই উঠে আসছে বড়সড় গরমিলের ইঙ্গিত। নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী! একাধিক সিদ্ধান্ত! রাজ্য কি পাবে ১০০ দিনের টাকা?