
সিঙ্গুরের ‘গরুর রচনা’র ব্যাখ্যা দিলেন খোদ রচনা ব্যানার্জী
লাবনী চৌধুরী, ৬ এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনে হুগলী লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জী। আর ব্রিগেডের সভা থেকে নাম ঘোষণার পর থেকেই জোর কদমে নেমেছেন ভোট প্রচারে। প্রচারে নেমে নিজের বক্তব্যেই নানা কটাক্ষের মুখে পড়েছেন রচনা। আর তাকে নিয়ে যথেষ্ট ট্রোলও হয়েছে। নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল তার নানা বক্তব্য। তাকে নিয়ে তৈরি হয়েছে মিম। কখনও ‘ধোঁয়া শিল্প’ আবার কখনও