
রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালনে যুব সমাজকে গড়ে তোলার আহ্বান
অভিজিৎ হাজরা, ২৮ মেঃ গঙ্গা জলেই গঙ্গা পূজা হয়। গঙ্গা জল ছাড়া যেমন গঙ্গা পূজা ও অন্যান্য পূজা হয় না, তেমনই রবীন্দ্র -নজরুল এর সৃষ্টি কবিতা,গান, আলোচনার মাধ্যমে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম ও কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম জয়ন্তী। গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ১ নং ব্লকের রসপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত রসপুর গ্ৰামে ‘ রসপুর পিপলস লাইব্রেরী ‘ র




















