
অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর পরিষেবা চালু করছে ফোনপে
এবার অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর পরিষেবা চালু করছে ফোনপে-র গ্রুপ। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক থেকে এনবিএফসি-এর লাইলেন্স পেয়েছে ফোনপে-র TV গ্রুপ (PhonePe)। এর ফলে গ্রাহকেরা সমস্ত আর্থিক ডেটা, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্যাক্স ফাইলিং, বিমা পলিসি ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করার অনুমতি পেলেন। এজন্যই অ্যাকাউন্ট আগ্রিগেটর পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছিল ফোনপে টেকনোলজি সার্ভিসেস। এই পরিষেবার ফলে ঋণ সংক্রান্ত কোনও বিষয়, কেনাকাটা করা, নতুন