
Tiger Reserve : বাঘ সংরক্ষক জিম করবেটের স্মৃতিতে শ্রদ্ধা: ভারতীয় ডাক বিভাগের বিশেষ খাম
ব্যুরো নিউজ ২৪ জুলাই ২০২৫ : প্রখ্যাত বন্যপ্রাণী সংরক্ষণবিদ জিম করবেটের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনে উত্তরাখণ্ড বন বিভাগ আগামী ২৫শে জুলাই একটি ‘বিশেষ দিবস কভার’ ডাকটিকিটের খাম প্রকাশ করবে। ভারতীয় ডাক বিভাগ রাজ্য বন বিভাগের অনুরোধে করবেটের স্মৃতিতে এই খামগুলি প্রস্তুত ও সরবরাহ করবে। করবেট টাইগার রিজার্ভের উদ্যোগ করবেট টাইগার রিজার্ভ (CTR) এবং ন্যাশনাল পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, পার্ক প্রশাসনের অনুরোধে ভারতীয়