
চার্লস- পত্নী ক্যামিলা ত্যাগ করছেন ‘কনসর্ট অফ কুইন’ উপাধি
ইভিএম নিউজ ব্যুরো, ২৭ ফেব্রুয়ারিঃ ব্রিটেনের রাজবধূ ক্যামিলা পার্কার বোলস-এর উপাধি পরিবর্তিত হতে চলেছে। প্রিন্স চার্লস দ্বিতীয় স্ত্রী ক্যামিলা এতদিন দাচেস অফ কর্নওয়াল উপাধি ব্যবহার করতেন। তাঁর পূর্বসূরি অর্থাৎ প্রিন্স চারলসের প্রথম স্ত্রী প্রয়াত লেডি ডায়না স্পেন্সার ব্যবহার করতেন প্রিন্সের অফ ওয়েলস উপাধি। ক্যামিলাও চাইলে বিয়ের পর সেই উপাধি নিতে পারতেন। কিন্তু সম্ভবত তিনি তাঁর পূর্বসূরির কোন ছায়াই রাখতে চাননি