
জি ২০-র প্রতিনিধিদের জন্য রিজার্ভ ব্যাঙ্ক চালু করছে নয়া ইউপিআই
ইভিএম নিউজ ব্যুরো, ২২ ফেব্রুয়ারিঃ ভারতে নয়া ইউপিআই পরিষেবা চালু করল আরবিআই। ভারতে চলা জি২০ ( গ্রুপ অব টোয়েনটি) ফাইনান্স মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস অধিবেশন উপলক্ষ্যে ভারতে আসা বিদেশিদের জন্য চালু করা হচ্ছে এই নতুন পরিষেবা। মনিটারি পলিসির বৈঠকের শেষে এই পরিষেবার কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আর সেই পরিকল্পনাটি বাস্তবায়িত করল আরবিআই। আরবিআই সূত্রে খবর,