
কাটল জট! শান্তিনিকেতনে হচ্ছে পৌষমেলা
ব্যুরো নিউজ, ৯ ডিসেম্বর: কাটল জট! শান্তিনিকেতনে হচ্ছে পৌষমেলা করোনাআবহ থেকে বন্ধ শান্তিনিকেতনের পৌষ মেলা পর পর ৩ টে বছর পৌষ মেলার আয়োজন থেকে বিরিত ছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন পরপর তিন বছর বিশ্বভারতীর তরফে এই মেলা নিয়ে আগ্রহের অভাব ছিল বলে অভিযোগ। তবে এখন বদল হয়েছে উপাচার্য। তবে কি এবার পৌষ মেলা হওয়ার কোন আশা আছে? এই


















