
পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, ভাত, রুটি দুইয়ের সঙ্গেই জাস্ট ফাটাফাটি
শর্মিলা চন্দ্র, ২৮ জুন : গরমকালে বাঙালিদের পাতে পটলটা যেন মাস্ট। গরমের দিনে সবজি এমনি কম থাকে। তাই এই সময় পটলের চাহিদাটাও একটু বেশি থাকে। পটলের অনেক রকম রেসিপি নিশ্চয়ই বানিয়েছেন। কিন্তু আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা একবার হলেও বাড়িতে বানিয়ে ফেলুন। রোজ রোজ একঘেয়ে পটলের রান্না খেতে খেতে মুখের স্বাস যদি নষ্ট হয়ে যায় তাহলে পটলের