
জলের দরে বিকোচ্ছে আলু, বন্ডের দাবি করে জুটলো কাঁদানে গ্যাস
ইভিএম নিউজ ব্যুরো, কোচবিহার, ১০ মার্চঃ আলুর বন্ডের দাবিতে শুক্রবার সকাল থেকে কোচবিহারে মোট ৬ টি দেওয়ান হাট হিমঘরের সামনে ভীড় আলু চাষীরদের। ফলে তুমুল উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে। পদপিষ্ট হয়ে জখম হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে যান পুলিশবাহিনী। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই আলুর বন্ডকে কেন্দ্র করে কোচবিহার জেলার দেওয়ান হাট এলাকায় হিম ঘরের সামনে




















