
বিয়ে বাতিল করল পাত্র, বিয়ের কার্ড হাতে পাত্র-র বাড়ির সামনে ধর্নায় বসেছে পাত্রী
সংকল্প দে, কোচবিহার, ১৬ মার্চঃ পাত্র-পাত্রী দেখাদেখির পর্ব চুকে গিয়েছিল আগেই। দু’ পক্ষই রাজি ছিল বিয়েতে। কথাবার্তা পাকা, পাকা দেখা হয়ে গেছে, বিয়ের দিনও ঠিক। কেনাকাটাও শেষ। এমনকি পাত্রীপক্ষ বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছে। নিমন্ত্রণ পর্বও সারা। ১৫ই মাওর্চ ছিল বিয়ের দিন। কিন্তু তার আগে হঠাৎ করেই পাত্রপক্ষ দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ। আর অসহায় ওই যুবতী বিয়ের দাবিতে পাত্রর বাড়ির