
৩ বছরের শিশুকে গন ধর্ষণ ২ মদ্যপের !কলঙ্কিত রাজধানী
ইভিএম নিউজ ব্যুরোঃ দিল্লিতে পাশবিকতার শিকার ৩ বছরের শিশুকন্যা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির ফতেপুর বেরীতে । শিশুটির মা জানিয়েছেন , সকালে বাড়ির সামনে বসে খেলছিল তাঁর শিশুকন্যাটি। কিন্তু হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে । খোঁজাখুঁজি শুরু করলে এক প্রতিবেশী জানান , শিশুটিকে জঙ্গলের সামনে দুই ব্যাক্তির সঙ্গে যেতে দেখেছেন তিনি । তারপর সকলে মিলে জঙ্গলের থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার