
পোষ্যের জন্য রাখুন First Aid Box! কী কী রাখবেন তাতে, জেনে নিন
ব্যুরো নিউজ,২৬ মার্চ : পোষ্যদেরও মানুষের মতোই আচমকা আঘাত লাগতে পারে। ছোটখাটো কেটে যাওয়া, পুড়ে যাওয়া, পড়ে গিয়ে ব্যথা পাওয়া বা সংক্রমণের শিকার হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই, আপনার বাড়ির প্রিয় সারমেয় বা বিড়ালের জন্য একটি ফার্স্ট এড বক্স থাকা জরুরি। এতে আপনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন এবং গুরুতর অবস্থার আগে ব্যবস্থা নিতে পারবেন।তাহলে চলুন জেনে নিই, পোষ্যের ফার্স্ট