
পেঙ্গুইনের এমআরআই -বিশ্বে এই প্রথম
ইভিএম নিউজ ব্যুরো, ২৭ এপ্রিলঃ পেঙ্গুইনের এমআরআই! শুনে অবাক হচ্ছেন তো? আর বিশ্বে এইরকম বিরল ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের সমারসেটের ওয়েমাউথ শহরে সি লাইফ অ্যাডভেঞ্চার পার্কে। স্নায়ুজনিত সমস্যা থাকায় পার্ক কর্তৃপক্ষ পেঙ্গুইনটির চিকিৎসার বন্দোবস্ত করেন। ঠিক কি ধরনের ভারসাম্যজনিত সমস্যা তা খোঁজ খবর নিয়ে এমআরআই করার সিদ্ধান্ত করে। জানা যায়, পেঙ্গুইনটির ফেয়ারি প্রজাতির পেঙ্গুইন। নাম চাকা। চলাফেরার সমস্যার জন্য পার্ক কর্তৃপক্ষ তার




















