
কাজ শেষ না করেই বেপাত্তা নর্দমার ঠিকাদার, কাটমানি দিতেই বরাদ্দ শেষ!
শিবশংকর চট্টোপাধ্যায়, বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারিঃ কখনও গরু, তো কখনও আবার বালি বা পাথর। একের পর এক চুরি আর পাচারের ঘটনায় রাজ্যজুড়ে বারবার শোরগোল উঠেছে, গত কয়েকবছরে। আবার সেই শোরগোল মিলিয়ে যেতে না যেতেই, শিক্ষায় নিয়োগদুর্নীতির জেরে আরও প্রবল শোরগোল শুরু হয়েছে, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই। একের পর এক এহেন চুরির তালিকায় যোগ হয়েছে, খাসজমি থেকে প্রাকৃতিক বিপর্যয়ের ত্রাণ, নদীতীরের