
প্যারা এশিয়ান গেমসে দুর্দান্ত সাফল্য ভারতের | শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: প্যারা এশিয়ান গেমসে দুর্দান্ত সাফল্য ভারতের | শুভেচ্ছা প্রধানমন্ত্রীর এশিয়ান গেমসের পর এবার প্যারা এশিয়ান গেমসেও দুর্দান্ত সাফল্য ভারতের। প্যারা এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে শতাধিক পদক। পাকিস্তানের হারে সরব ভাজ্জি | এই দায় আম্পায়ার ও আইসিসির নিয়মের চিনের হাংজুতে ফের নজির গড়লেন ভারতের কৃতী ছেলে-মেয়েরা। ২৯টি সোনা-সহ মোট ১১১টি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। প্যারা এশিয়ান গেমসের