
মিড ডে মিলে টিকটিকির পর অঙ্গনওয়াড়ির খাবারে শুঁয়োপোকা, আতঙ্ক পাঁশকুড়ায়
ইভিএম নিউজ ব্যুরোঃ টিকটিকির পর শুঁয়োপোকা। মাত্র দশদিন আগে পাঁশকুড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে পাওয়া গিয়েছিল মরা টিকিটিকি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সেই একই পাঁশকুড়ায় বৃহস্পতিবার একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের মিড ডে মিলে পাওয়া গেল শুঁয়োপোকা। বাড়িতে নিয়ে গিয়েও খাবারে এহেন শুঁয়োপোকা খুঁজে পাওয়ার পর, সেই খাবার স্কুলে ফিরিয়ে নিয়ে এসে শুরু করেন ওই অভিভাবক। এলাকায়