
মিড ডে মিলের রান্নার জন্য প্রয়োজনীয় জল বয়ে আনছেন শিক্ষক এবং পড়ুয়ারা!
সঙ্কল্প দে, ২৩ মার্চঃ পড়ুয়াদের মুখে মিড ডে মিল তুলে দিতে ভ্যানে করে ৩০০ মিটার দূরে পাশের গ্ৰামে জল আনতে যেতে হচ্ছে স্কুলের শিক্ষকদের। কি অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি যে! এই ছবিই ধরা পড়েছে পাঁশকুড়া ব্লকের গোপীমোহনপুর প্রাথমিক বিদ্যালয় নামে স্কুলে। স্কুল সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মের শুরু থেকেই স্কুলের টিউবওয়েল থেকে জল পড়া বন্ধ হয়ে গিয়েছে । তারপর থেকে





















