
জলপাইগুড়িতে ফের উদ্ধার হল বিলুপ্তপ্রায়প্রাণী প্যাঙ্গোলিন
ইভিএম নিউজ ব্যুরো, ১৪ এপ্রিলঃআবারও বিলুপ্তপ্রায় প্রানী পাচারের চেষ্টা জলপাইগুড়িতে। তবে বন দফতরের চেষ্টায় পাচারের আগেই ধরা পড়ল পাচারকারীরা। উদ্ধার করা হয়েছে একটি জীবন্ত প্যাঙ্গোলিন। ধৃত ব্যক্তিরা বলেন নন্দু মুখিয়া ও অমৃত প্রধান নামে দুই ব্যক্তি। সূত্রের খবর, বুধবার রাতে শিলিগুড়ি সংলগ্ন জলপাইমোড় থেকে গ্রেফতার করা হয় ওই দুজন পাচারকারীকে। সাধারণত প্রানীগুলিকে বাইরের দেশে পাচার করে দেওয়ার উদ্দেশ্য ছিল পাচারকারীদের।