
ভাঙ্গরে দুষ্কৃতীদের তাণ্ডব-চললো গুলি,পালালো পুলিশ,কর্তব্যে অবিচল সাংবাদিকরা
ইভিএম নিউজ ব্যুরো, ১৭ জুনঃ (Latest News) দিনভর তাণ্ডব, গুলি-বোমা। পুলিশের এক শীর্ষ আধিকারিক গোটা টিম নিয়ে দুষ্কৃতী দমনের উদ্দেশ্যে রওনা হল। পিছনের সংবাদ মাধ্যম। সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক ও চিত্র সাংবাদিকেরা বুকে বল পেল। যাক, এবার তাহলে থামবে এই তান্ডব। সামনে পুলিশ, পিছনের সংবাদ মাধ্যম। পুলিশ দাঁড়াল, সংবাদমাধ্যম এগিয়ে গেল। দাউদাউ করে জ্বলছে একের পর এক গাড়ি, উল্টো দিকে