
প্রকাশ্য সভা থেকেই প্রধানকে কাটমানির অভিযোগে কাঠগড়ায় দাঁড় করালেন বিধায়ক
শুভজিৎ দাস, দক্ষিণ ২৪ পরগনা ২৮ ফেব্রুয়ারিঃ দক্ষিণ ২৪ পরগনার এক প্রশাসনিক সভার মঞ্চ থেকে, দলেরই স্থানীয় এক দোর্দনণ্ডপ্রতাপ নেতার উদ্দেশ্যে তিরস্কার করে স্বয়ং দলনেত্রী বলেছিলেন, “তুই তো বোমা বাধিস!” সেই মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেলেও, পরবর্তীকালে দলের তরফে সেই দোর্দাণ্ডপ্রতাপ নেতার কর্মকাণ্ডে লাগাম পড়ানোর কোন দৃশ্য চোখে পড়েনি। এবার একইভাবে সেই দক্ষিণ ২৪ পরগণারই একটি দলীয়