
পাকিস্তানিদের মুখে ‘ভারত জিন্দাবাদ’ | কী হল এমন হঠাৎ ‘ভুতের মুখে রাম নাম’?
ব্যুরো নিউজ, ৩১ মার্চ: ‘ভারত জিন্দাবাদ’ বলে উচ্চৈঃস্বরে চিৎকার পাকিস্তানিদের। কি হল এমন হঠাৎ ‘ভুতের মুখে রাম নাম’? পুরনো কলকাতার অগোচরেই জমে উঠেছে ‘উত্তরের আড্ডা’ আরব সাগরে সোমালি জলদস্যুদের খপ্পরে পড়ে পাকিস্তানি নাগরিক-সহ একটি জাহাজ। আর সেখানেই এক দুঃসাহসিক অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। জলদস্যুদের খপ্পর থেকে উদ্ধার করে ওই পাকিস্তানি জাহাজটি। ওই জাহাজে ২৩ জন পাকিস্তানি ছিলেন। দস্যুদের থেকে উদ্ধার