
রাহুল- আথিয়ার চার হাত এক হচ্ছে ২৩ শে ?
অবশেষে সমস্তরকমের জল্পনার অবসান ঘটিয়ে চার হাত এক করতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার কেএল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি । তারই মধ্যেই ফাঁস হয়ে গেল বিয়ের তারিখ। আগামী ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। সূত্রের খবর , সুনীল শেঠির খান্ডালা বাংলোয় বিয়ের যাবতীয় কাজ হবে। বিয়ের ব্যাপারে দুজনের পরিবারই তেমনকিছু খোলসা করেনি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে