
ইংল্যান্ডকে টপকে এক নম্বরে ভারত
বিশ্বকাপের বছর শুরুতেই একদিনের ক্রিকেটে ভারত ইংল্যান্ডকে টপকে আইসিসি ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলো। সঙ্গে পরপর জোড়া একদিনের সিরিজে ছয়ে ছয়। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর এবার রোহিত ব্রিগেডের কিউই বধ তিনে তিন ফলে। জয় এল ৯০ রানে। জয়ের পাশাপাশি অধিনায়ক রোহিত ফিরলেন তাঁর অন্যতম সেরা ফর্মে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ওপেনার শুভমন গিলের বিধ্বংসী ফর্ম। ৭৮ বলে ১১২ রানের