
ইসরোর মুকুটে নয়া পালক – দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ
ইভিএম নিউজ ব্যুরো, ২৯ মেঃ (Latest News) ইসরোর মুকুটে এল নয়া পালক! বছরের পঞ্চম সফল রকেট লঞ্চ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) সোমবার সকাল ১১ টার সময় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএসভি (GSLV-F12) রকেটে করে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট NVS -01 মহাকাশে পাঠালো ইসরো। GSLV-F12 রকেটটির সাহায্যে মহাকাশে পাঠানো হয় এই উপগ্রহটি। মনে করা হচ্ছে, এই স্যাটেলাইট