
মহেশতলায় তৈরি হল নতুন সুইমিং পুল
ইভিএম নিউজ ব্যুরো, ২৯ জুলাইঃ (Latest News) দ: চব্বিশ পরগনার মহেশতলার জলকলে উদ্বোধন হলো সেমি অলিম্পিক স্তরের সেনসি সুইমিং একাডেমির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সাঁতারু শ্রীমতি বুলা চৌধুরী। এছাড়াও ছিলেন মহেশতলা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস দাস ও সাতবার ফ্রি স্টাইল ন্যাশনাল চ্যাম্পিয়ন শ্রী সঞ্জীব চক্রবর্তী। এই সুইমিং একাডেমীত শিশু- কিশোর-প্রাপ্তবয়স্ক সকলের জন্য খোলা হয়েছে। মহেশতলা অঞ্চলের