
Gupo Sondesh Balagarh : ঐতিহ্যবাহী গুপো সন্দেশ ও বলাগড়ের নৌকা পেল জিআই ট্যাগ, ঐতিহ্য সংরক্ষণে প্রশংসিত কলেজ।
ব্যুরো নিউজ ০৮ সেপ্টেম্বর ২০২৫: বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS) এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (IPR) সেল-কে আজ বিশেষ সম্মান জানানো হয়েছে। ঐতিহ্যবাহী বলাগড়ের নৌকা এবং গুপ্তিপাড়ার গুপো সন্দেশ-এর জন্য জিআই (Geographical Indicator) ভৌগোলিক অবস্থানের ট্যাগ পেতে তাদের অবদানের জন্য এই প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, গুপো সন্দেশ নলেন গুড়ের সন্দেশ হিসাবেও বেশ জনপ্রিয়। আইপিআর-এর ওপর আয়োজিত একটি সেমিনারে