বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

nobel peace prize trump humour

Nobel Peace Prize 2025 : ‘কিছুই না করা’ ওবামার নোবেল জুটল, আমার আটটা যুদ্ধ থামানোর কৃতিত্ব গেল কোথায়? (মার্কিন রাষ্ট্রপতির সম্ভাব্য হতাশা) !

ব্যুরো নিউজ ১৬ অক্টোবর ২০২৫ :  আমি, ডোনাল্ড ট্রাম্প, এক বিশাল হতাশা নিয়ে বলছি। গোটা বিশ্বকে শান্তিতে ভরে দিয়েছি। আট-আটটা যুদ্ধ থামিয়েছি – যা ইতিহাসে কেউ করতে পারেনি, মাত্র ন’মাসে! ভারত-পাকিস্তানের সেই ভয়ঙ্কর সংঘাতও আমিই মিটিয়ে দিয়েছি! আর দেখুন, পুরস্কারটা গেল ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোর হাতে। এই পুরস্কারটা আমার প্রাপ্য ছিল, কিন্তু নোবেল কমিটি আবারও প্রমাণ করল যে তারা শান্তি

আরো পড়ুন »
nobel peace prize venezuela 2025

Nobel Peace Prize 2025 : গণতন্ত্রের লড়াকু মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার , নেপথ্যে ভেনেজুয়েলার ক্ষমতা পরিবর্তনের রাজনীতি!

ব্যুরো নিউজ ১৬ অক্টোবর ২০২৫ : ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2025) ঘোষিত হলো। এবার এই মর্যাদাপূর্ণ সম্মান পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। নরওয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক তাঁকে এই পুরস্কার দেওয়া হলো “ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকারের প্রচারে তাঁর অক্লান্ত কাজ এবং একনায়কত্ব থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণের জন্য তাঁর সংগ্রামের” স্বীকৃতি হিসেবে।  

আরো পড়ুন »
nobel prize medicine

Nobel Prize : চিকিৎসায় নোবেল পুরস্কার ২০২৫ ঘোষণা: ক্যানসার-অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন দিগন্ত। তিন বিজ্ঞানীকে সম্মান।

ব্যুরো নিউজ ০৭ অক্টোবর ২০২৫ : চিকিৎসা বা ফিজিওলজি বিভাগে ২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’-এর ওপর গুরুত্বপূর্ণ কাজের জন্য তিন বিজ্ঞানী— মেরি ই. ব্রুনকাউ, ফ্রেড র‌্যামসডেল এবং শিমোন সাকাগুচিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল অ্যাসেম্বলি এই পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটির সেক্রেটারি-জেনারেল থমাস পার্লম্যান জানান, তিনি সোমবার সকালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের

আরো পড়ুন »

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ঠিকানা