
NIA সমন এড়াতে আদালতের কাছে ‘রক্ষাকবচ’ চাইলেন তৃণমূল নেতারা
ব্যুরো নিউজ, ১০ এপ্রিল: NIA সমন এড়াতে আদালতে তৃণমূল নেতারা। ভূপতিনগর কাণ্ডের জল গড়িয়েছে অনেকদূর। গত শনিবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এন আই এ-এর আধিকারিকরা গিয়েছিলেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের অর্জুন নগর গ্রামে। সেখানে বলাই মাইতি ও মনব্রত জানা নামক দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর প্রথমে বলাই মাইতিকে গাড়িতে তোলা হয়, তারপর মনব্রত জানাকে গাড়িতে




















