
তৃণমূলের তিন নেতাকে নোটিশ এনআইএ-র
ব্যুরো নিউজ, ৭ এপ্রিল: ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে NIA-এর নজরে আরো তিন তৃণমূল নেতা। ওই তিন তৃণমূল নেতাকে নোটিশ দিয়ে সোমবার নিউটউনে NIA দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এই তিনজন হলেন তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়েয়া এবং সুবীর মাইতি ও নাবো কুমার পাণ্ডা। বজ্র বিদ্যুৎ-এর জেরে দুর্ঘটনা ধর্মতলায়! খাস কলকাতার একটি মলে পড়ল বাজ! ভূপতিনগর কাণ্ডে রিপোর্ট তলব রাজ্যপালের