
চাপ বাড়ল শাসক দলের? দাড়িভিট ও ময়নার ঘটনায় FIR দায়ের করল NIA
ব্যুরো নিউজ, ৪ মে : দেশের নিরাপত্তার স্বার্থে এই দু’টি ঘটনাতেই স্বচ্ছ তদন্ত হওয়া দরকার বলে দাবি NIA-এর। তাই আদালতের কাছে আবেদন, যেনও দাড়িভিট ও ময়না এই দু’টি ঘটনারই যাবতীয় নথি তথ্য তাদের দেয় রাজ্য পুলিশ। একই সঙে রাজ্য পুলিশ- সহ সিআইডি-র ভূমিকা নিয়েও তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা নির্বাচনের মাঝেই ফের পুরনো কেস ফাইল খোলায় যথেষ্ট চাপেই শাসক শিবির।