
কলকাতায় এবার দোতলা আন্ডারপাস
শহরের বুকে প্রতিদিনই যান চলাচলের সমস্যা লেগেই থাকে। মুড়ি-মুড়কির মতো বেড়েই চলেছে দু চাকার গাড়ি। তাই হিমশিম খেতে হয় ট্রাফিক সামলাতে। সেইজন্যই শহরের বুকে যান চলাচল সামাল দিতে এবার শীঘ্র.০ই চালু হতে চলেছে কলকাতার প্রথম দোতলা আন্ডারপাস। ২০২২ সালের জুলাই মাসে এই আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে এটির কিছুটা অংশ চালু করার জন্য তৈরি হয়ে গিয়েছে। এই আন্ডারপাস প্রকল্পের