
কোন কোন মন্ত্রকে নজর নীতীশ-চন্দ্রবাবুর? অন্যান্য শরিকদের কী কী দাবি?
ব্যুরো নিউজ, ৭ জুন: এই নিয়ে তৃতীয়বার সরকার গঠনের পথে এনডিএ। যেহেতু বিজেপি ম্যাজিক ফিগার ছুতে পারেনি তাই সরকার গড়বে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটই। তবে সরকার গঠনের আগেই এনডি-এর শরিকদের একাধিক দাবি সামনে এসেছে। এদিকে শরিক দলের মন রাখার দায়িত্ব বর্তেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর। আর এই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নিতে গত বৃহস্পতিবারই বৈঠকে বসেন জেপি নাড্ডা, রাজনাথ