
১৯-এর পর ২৪, আবারও ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী
ব্যুরো নিউজ, ২৯ মে : ২০১৯-এর পর ২০২৪, আবারও ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার ধ্যানে বসবেন কন্যাকুমারীর বিবেকানন্দ রকে। উল্লেখ্য ২০১৯-এর লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটের আগে গেরুয়া বসনে কেদারনাথ গুহায় সাধনায় বসেছিলেন প্রধানমন্ত্রী। উজ্জ্বল কমলা রঙের চাদর, চোখে চশমা, পিঠে গোঁজা বালিশ নিয়ে মোদীকে ধ্যানে বসতে দেখছিল গোটা ভারতবাসী। সেবার সপ্তম দফার ভোটগ্রহণের আগের দিন ধ্যানে বসেছিলেন।