
নলহাটি বিস্ফোরক উদ্ধারকান্ডে গ্রেপ্তার শতাব্দী ঘনিষ্ঠ তৃণমূল নেতা
ইভিএম নিউজ ব্যুরো, ৭ অগাস্টঃ (Latest News) কোটি কোটি টাকার বিনিময়ে বিস্ফোরক পাচারে সেফ করিডর অর্থাৎ সুরক্ষিত রাস্তা তৈরি করে দিতেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা। সেই টাকার ভাগ যেত বহু প্রভাবশালী এবং পুলিশের কাছে। নলহাটি বিস্ফোরক উদ্ধার কান্ডের তদন্ত করতে গিয়ে এমনই বিস্ফোরক তথ্য সামনে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । শুক্রবার বীরভূমের পাইকড় থানা এলাকার কুশমোড়