
Nag Panchami : শ্রাবণের শুভ তিথি নাগ পঞ্চমী , জ্যোতিষ ও আধ্যাত্মিক মাহাত্ম্য
ব্যুরো নিউজ ৩০ জুলাই ২০২৫ : নাগ পঞ্চমী হিন্দুধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব, যা প্রধানত শ্রাবণ মাসে পালিত হয়। এই দিনটি নাগ দেবতা অর্থাৎ সর্প দেবতাদের সম্মানে উৎসর্গ করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী, নাগ দেবতারা শুধু সরীসৃপ নন, বরং ঐশ্বরিক রক্ষক এবং ভগবান শিবের সঙ্গে তাঁদের গভীর সম্পর্ক রয়েছে। যাঁরা কাল সর্প দোষে ভুগছেন, তাঁদের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।



















