
জমি সংক্রান্ত বিবাদের জেরে মামার হাতে আক্রান্ত হলেন ভাগ্নিরা
মাধাব দেবনাথ, নদীয়াঃ শান্তিপুর ব্লকের আড়বলদা গ্রামের এক মানসিক ভারসাম্যহীনা বৃদ্ধার নামে থাকা জমি নিয়ে ছেলে উত্তম রাজওয়ার ও মেয়ে আহ্লাদি রাজোয়ারের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। মেয়ে আহ্লাদির দাবি, মায়ের মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে, তার দাদার দুই ছেলে ষষ্ঠী এবং শক্তি জোর করে জমি লিখিয়ে নেয়। পরবর্তী সময়ে মা আইনের দ্বারস্থ হয়, যা বর্তমানে আইনের বিচারাধীন। আহ্লাদির দুই মেয়ের অভিযোগ ,