
নদীয়ায় ফের ধর্ষণের শিকার বৃদ্ধা, পুলিশের জালে ২৭ বছরের যুবক
মাধব দেবনাথ, ২০ ফেব্রুয়ারিঃ বিকৃতমনস্ক যুবকের শরীরী লালসার শিকার হলেন, এক বৃদ্ধা ভিক্ষুক। বৃদ্ধাকে মা বলে ডাকা অপর এক যুবকের অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করেছে, রাহুল রায় নামে ২৭ বছরের ওই অভিযুক্ত যুবককে। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া ষাটোর্ধ্ব ওই বৃদ্ধা, আপাতত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যের অন্যতম তীর্থক্ষেত্র বলে পরিচিত নদীয়ার নবদ্বীপের শ্রীবাস অঙ্গনঘাট রোডে ঘটনাটি ঘটেছে, শনিবার