
পড়ে গিয়ে মাথায় চোট, অস্ত্রোপচার মুকুল রায়ের
ব্যুরো নিউজ, ৪ জুলাই: গুরুতর অসুস্থ প্রবীণ বিধায়ক মুকুল রায়। বুধবার রাতে সংজ্ঞাহীন অবস্থায় মুকুল রায়কে কাঁচড়াপাড়ার বাড়ি থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মুকুল পুত্র শুভ্রাংশু রায় বলেন, ‘বাড়িতে বাথরুমে যেতে গিয়ে পড়ে যান। মাথায় চোট পান। এমনি ঠিকই ছিলেন। কিন্তু তারপর পরপর ২ বার বমি করেন। তারপর সেন্স চলে যায়। এরপরই হাসপাতালে নিয়ে আসা হয়।’