
ইস্ট-মোহনের “মোহনা” আজ যুবভারতী
অর্পণ সেনগুপ্ত, ১২ অগাস্টঃ (Latest News) আজ মরশুমের প্রথম ডার্বি ম্যাচে ডুরান্ড কাপে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতীতে খেলা শুরু বিকেল পৌনে পাঁচটায়। ভেতো বাঙালির বেঁচে থাকার অন্যতম রসদ হলো ফুটবল। চামড়ার এই গোলকটিকে নিয়ে মাতোয়ারা হয়নি, এমন বাঙালি খুঁজে পাওয়াই মুশকিল । এই ফুটবলের দৌলতেই অমরত্ব প্রাপ্ত বাঙালির দুই প্রিয় ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল।