
আগামী মরশুমে সমানে সমানে লড়াই
সুকান্ত মিত্র, ২১ এপ্রিলঃ( Latest Kolkata Football News) আগামী মরশুমে সমানে সমানে লড়াই। একটা ক্লাব ভুগছিল অস্তিত্ব সংকটে । আর আরেকটা ক্লাব ? তাদের ক্রাইসিস পারফরম্যান্সে। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর ATKMBFC- এর নাম পাল্টাবে, স্বয়ং গোয়েঙ্কার এই ঘোষণা স্বস্তি দিয়েছে অগণিত মোহনবাগান সমর্থকদের। অন্যদিকে EMAMI- এর সঙ্গে গাঁটছড়া বাধার পর স্বস্তি এসেছিল ইস্টবেঙ্গলেও। কিন্তু সাফল্য? আসেনি।হতাশ লাল হলুদ সমর্থকরা। Social