
দেশের প্রথম ওয়াটার মেট্রো ছুটল কেরলে
ইভিএম নিউজ ব্যুরো, ২৫ এপ্রিলঃ দেশের সর্বপ্রথম ওয়াটার মেট্রো চালু হল কেরলে। ২৫ এপ্রিল থেকে চালু হল দেশের প্রথম ওয়াটার মেট্রো। কেরলের কোচির সঙ্গে মোট ১০ টি দ্বীপের যোগসূত্র তৈরি করেছে এই মেট্রো। এবং বোটগুলি ব্যাটারি চালিত। শীততাপ নিয়ন্ত্রিত হাইব্রিড ইলেকট্রিক চালিত বোটের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে।কোচি মেট্রো রেল লিমিটেডের অধীনে এই পরিষেবা প্রদান করা হয়েছে। ফলে কেরলের পর্যটন