
ফের আসছে গুড্ডু ভাইয়া…
ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর: ফের আসছে গুড্ডু ভাইয়া… দীর্ঘ প্রতীক্ষার পর OTT প্ল্যাটফর্মে আসতে চলেছে মির্জাপুর সিজন 3। ২০২০ সালের ২৩ অক্টোবর মুক্তি পেয়েছিল মির্জাপুরের দ্বিতীয় সিজন। রেকর্ড সফলতা লাভ করেছিল সিরিজটি। মির্জাপুরের প্রথম দুটি সিজেনের বিপুল সাফল্য ও জনপ্রিয়তা তৃতীয় সিজনের প্রত্যাশাকে অনস্বীকার্যভাবে বাড়িয়ে দিয়েছে। মির্জাপুরের ক্ষমতা দখলের লড়াইকে ঘিরেই তৈরি হয়েছে এই সিরিজটি। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অখণ্ডানন্দ ত্রিপাঠি,


















