
মিড-ডে মিলের চালে ভর্তি পোকা, সেই চাল দিয়েই রান্না…
ব্যুরো নিউজ, ৮ জানুয়ারি: মিড-ডে মিলের চালে ভর্তি পোকা, সেই চাল দিয়েই রান্না… হুগলির তারকেশ্বরের চাপাডাঙা এলাকার সদ্দার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তখন চলছে রান্নার প্রস্তুতি। চাল ধুয়ে সবে মাত্র ভাত বসাতে যাবেন, তখনই এক অভিভাবকের চোখে পড়ে বিষয়টি। চালে গিজগিজ করছে পোকা, আর সেই চাল ধুয়েই ভাত বসাচ্ছেন রাধুনি। আর সেই পোকা ধরা চালই শিশুদের খাওয়ানোও হবে। ঘটনায়