
কলকাতা কাঁপল সাতসকালে!এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তি কেলেঙ্কারি ঘিরে ইডির হানা একাধিক স্থানে
ব্যুরো নিউজ ,৬ মে: সাতসকালে শহর জুড়ে চাঞ্চল্য! এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তি দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল হতেই কলকাতার নিউটাউন, বালিগঞ্জ-সহ একাধিক এলাকায় একযোগে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, মোট চার থেকে পাঁচটি জায়গায় একসঙ্গে তল্লাশি চলছে। ১৯৭১ সালের পর প্রথম: সারা দেশে অসামরিক মহড়া, বাংলার ৩১ এলাকাতেও প্রস্তুতি চূড়ান্ত এনআরআই কোটার সিট




















