
শহর জুড়ে যাত্রীবাহী গাড়িচালকদের চক্ষু পরীক্ষা , রিপোর্টে প্রশ্ন চিহ্ন যাত্রী সুরক্ষায় !
ইভিএম নিউজ ব্যুরোঃ যাঁদের চোখে ভর করে আপনি চোখ বুজে বাসে -ট্যাক্সিতে, অটো রিক্সায় বা অ্যাপ ক্যাবে চড়ে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছে যান তাঁদের চোখের অবস্থা শুনলে আপনার চোখ কপালে উঠবে- উঠবেই উঠবে। চোখের চেহারার এহেন খারাপ অবস্থার সন্ধান পেয়েছে খোদ কলকাতা ট্রাফিক পুলিশ ।এই সমস্ত চালকদের চোখে চোখে রাখতে বিশেষ পরিকল্পনার কথা চিন্তা করছে কলকাতার নজরদার বাহিনী। কলকাতা ট্রাফিক পুলিশের